সাহিত্যের এক অদ্ভুত ধারা ছোটগল্প! ছোটগল্প কাকে বলে তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। আমার কাছে ছোটগল্প অনেক ভালো লাগার একটা বিষয়। কারণ ছোটগল্প মোটামুটি অল্প সময়ের মধ্যে পড়া যায় আর পড়া শেষে মনের মধ্যে একটা চিন্তার বীজ বপন করে করে দিয়ে যায় (যদি গল্পের বিষয় সেরকম হয় আর গল্পটা হৃদয়স্পর্শী হয়)। সেজন্যই সময় পেলে বিভিন্ন লেখকের এর ছোটগল্প পড়ার একটা (দুর্বল) প্রচেষ্টা নিজের মধ্যে রয়েছে। বাংলা ছোটগল্পের জনক হিসেবে রবীন্দ্রনাথকে বিবেচনা করা হয়। এটাও বলা হয় যে, তিনি বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ লেখক। তবে আমার মনে হয়, ছোটগল্প লেখায় বনফুলকে অন্য কোনো লেখক ছাড়িয়ে যেতে পারেন নি (রবীন্দ্রনাথের ছোটগল্প খুব একটা বেশি পড়ি নি, এটা আমার কূপমন্ডুকতা)। ক্লাস ফোরে থাকাকালে (দাদার কল্যাণে) " বনফুলের শ্রেষ্ঠ গল্প " নামে একটা ছোটগল্পের সংকলন হাতে পেয়েছিলাম। সেই বইটির বিভিন্ন গল্প আমি বারবার পড়তাম। প্রথমদিকে গল্পগুলোর অন্তর্নিহিত অর্থগুলো আমি উপলব্ধি করতে পারি নি। পরে বয়স বাড়ার সাথে সাথে গল্পগুলো কেমন যেন বাস্তব জীবনের সাথে প্রাসঙ্গিক, সম্পর্কযুক্ত হয়ে উঠতে থাকে। তাই এর পর থেকেই আমার মধ্যে ছো...