গতবছরের শুরুতে আমি কিশোর কুমারের গান শুনতে শুরু করি। এই গানগুলোর মধ্যে একটা বিষয় লক্ষ করি, কিশোর কুমারের অধিকাংশ জনপ্রিয় গানের সুরকার রাহুল দেববর্মণ। এই রাহুল দেববর্মণের পিতা হলেন শচীন দেব বর্মণ, যিনি কিনা শচীনকর্তা নামেই অধিক পরিচিত। শচীনকর্তার পরিচয় এতটুকুই ছিলো আমার কাছে। শচীনকর্তা আমার কাছে কেবলমাত্র রাহুল দেববর্মণের বাবা হয়েই থাকতেন যদি না " সরগমের নিখাদ " বইটি আমার হাতে এসে পড়তো। এই বইয়ের মাধ্যমেই আমি গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক শচীন দেববর্মণের স্বতন্ত্র পরিচয়ের কথা জানতে পারি। জানতে পারি সেই মহান শিল্পীর কথা যিনি সঙ্গীতের জন্য রাজপরিবারের উচ্চপদ ত্যাগ করেন। শচীনকর্তা সাগরময় ঘোষের সাপ্তাহিক " দেশ " পত্রিকায় " সরগমের নিখাদ " আট কিস্তিতে নিজের আত্মকথা বর্ণনা করেন। এই লেখার জন্য শচীনকর্তাকে প্রেরণা যোগান সাগরময় ঘোষের ভাই এবং শচীনকর্তার ঘনিষ্ঠ ব্যক্তি সলিল ঘোষ। এই আটটি লেখার সংকলনই হলো এই বইটি। বইয়ে শচীনকর্তার জবানিতে ফুটে উঠে তাঁর শৈশব ও কৈশোর, যৌবন এবং পৌঢ়ত্বের কথা। জানা যায়, প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে সিংহাসন হারানো ত্রিপুরার মহারাজ শ্রীনবদ্বীপচন্দ...