করোনাভাইরাসের প্রকোপে স্থবির এই সময়ে ভেবেছিলাম স্প্যানিশটা ভালোভাব শিখবো, বেশি করে বই পড়বো, আর ব্লগে লেখালেখি বাড়িয়ে দিবো। কিন্তু অনলাইন ক্লাস আর শান্তিতে থাকতে দিলো কই! যদিও ক্লাস বাংক দিয়ে কিছুদিন শান্তিতে ছিলাম, সে কপালও বেশিদিন থাকলো না। যেহেতু আমি যোসেফে পড়ি, নতুন ঝামেলা আসতেও দেরি হলো না। সেই ধন্বন্তরি জিনিসটি হলো অনলাইন ক্লাস টেস্ট (সিটি)। যদিও আমার মনের অল্প একটু অংশ বিশ্বাস করে যে আমি আগের চেয়ে অনেক বেশি অলস হয়ে গেছি , তাই এতোদিন ব্লগ লেখতে পারি নি। যাই হোক, এসব বেহুদা কথাবার্তা বাদ দিয়ে কাজের কথায় আসা যাক। এই পোস্টে গত মাসে যে ক'টা বই পড়েছি তাদের সবগুলোর ছোটখাটো রিভিউ লেখবো। আগামী কিছুদিন এভাবেই লেখার ইচ্ছে আছে। সোভিয়েতস্কি কৌতুকভ মাসুদ মাহমুদের সোভিয়েতস্কি কৌতুকভ [1] মূলত সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে প্রচলিত বিভিন্ন কৌতুকের একটি সংকলন। সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের কথা বলার অধিকারকে দমিয়ে রাখার যে একটা প্রচেষ্টা ছিলো তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহের দলিল এসব কৌতুক। সেসময়ে কৌতুক বলতে হতো গোপনে, আশ্চর্যের বিষয় হলো কৌতুক বলার জন্যও লোকজনকে জ...