সাহিত্যের এক অদ্ভুত ধারা ছোটগল্প! ছোটগল্প কাকে বলে তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। আমার কাছে ছোটগল্প অনেক ভালো লাগার একটা বিষয়। কারণ ছোটগল্প মোটামুটি অল্প সময়ের মধ্যে পড়া যায় আর পড়া শেষে মনের মধ্যে একটা চিন্তার বীজ বপন করে করে দিয়ে যায় (যদি গল্পের বিষয় সেরকম হয় আর গল্পটা হৃদয়স্পর্শী হয়)। সেজন্যই সময় পেলে বিভিন্ন লেখকের এর ছোটগল্প পড়ার একটা (দুর্বল) প্রচেষ্টা নিজের মধ্যে রয়েছে।
বাংলা ছোটগল্পের জনক হিসেবে রবীন্দ্রনাথকে বিবেচনা করা হয়। এটাও বলা হয় যে, তিনি বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ লেখক। তবে আমার মনে হয়, ছোটগল্প লেখায় বনফুলকে অন্য কোনো লেখক ছাড়িয়ে যেতে পারেন নি (রবীন্দ্রনাথের ছোটগল্প খুব একটা বেশি পড়ি নি, এটা আমার কূপমন্ডুকতা)। ক্লাস ফোরে থাকাকালে (দাদার কল্যাণে) "বনফুলের শ্রেষ্ঠ গল্প" নামে একটা ছোটগল্পের সংকলন হাতে পেয়েছিলাম। সেই বইটির বিভিন্ন গল্প আমি বারবার পড়তাম। প্রথমদিকে গল্পগুলোর অন্তর্নিহিত অর্থগুলো আমি উপলব্ধি করতে পারি নি। পরে বয়স বাড়ার সাথে সাথে গল্পগুলো কেমন যেন বাস্তব জীবনের সাথে প্রাসঙ্গিক, সম্পর্কযুক্ত হয়ে উঠতে থাকে। তাই এর পর থেকেই আমার মধ্যে ছোটগল্পের মধ্যে বনফুলের লেখার ধরনের সাদৃশ্য খোঁজার একটা (বদ)অভ্যাস গড়ে উঠেছে। "নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ছোটগল্প" পড়ার সময়ও তার ব্যতিক্রম হয় নি।
"নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ছোটগল্প" মূলত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আটটি ছোটগল্পের একটা সংকলন। বইটার বেশিরভাগ গল্পের পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভারতের আর্থসামাজিক অবস্থা। সেসময়ের দুর্ভিক্ষ, খাদ্যের সংকট, কাপড়ের অভাব, মজুতদারি, ভারতবর্ষের দরিদ্র মানুষদের জীবনযাত্রার একটা চিত্র এই গল্পগুলোতে পাওয়া যায়। একই সঙ্গে দরিদ্রদের মুক্তির এক প্রচ্ছন্ন আশাবাদের বিষয়টি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখনীতে লক্ষ্য করা যায়। এই গল্পগুলোতে প্রাকৃতিক দৃশ্যের অত্যন্ত প্রাণবন্ত বর্ণনা রয়েছে। ডুয়ার্সের জঙ্গলের বর্ণনা সত্যিই অসাধারণ।
"কাঁখে কলসী নিয়ে শিউকুমারী স্থির হয়ে দাঁড়ালো খানিকক্ষণ। পেছনে অরণ্য, ওপারে অরণ্য আর পাহাড়, মাঝখানে নদী! আকাশে চাঁদ।
ভারী খুশি লাগছে মনটা। আনন্দে গান গেয়ে উঠতে ইচ্ছে করছে।"
এটুকু বর্ণনা পড়ার পর আমার কেবল রোদ্দুর রয়ের "চাঁদ উঠেছিল গগনে" র কথা মনে পড়ছিলো 😉
বইটার কয়েকটা গল্প ভালো লেগেছে, কয়েকটা মনে দাগ কাটতে পারে নি। "বন-জ্যোৎস্না" গল্পের শেষে মনটা হালকা খারাপ হয়েছিলো। সত্যি বলতে, এই বইটা নিয়ে খুব একটা উচ্চাকাঙ্ক্ষা ছিলো না। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের "টেনিদা সমগ্র" পড়ার পর থেকেই তার প্রতি এক অন্যরকম ভালো লাগা রয়েছে। সে ভালো লাগা থেকেই এই বইটি পড়া। বইটিতে আপনাকে বিরক্ত করার জন্য রয়েছে প্রমাণ আকারের ভূমিকা ও সমালোচনা সংকলন।
এক নজরে "নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ছোটগল্প" :
লেখক : নারায়ণ গঙ্গোপাধ্যায় (নিঃসন্দেহে 😅)
প্রকাশনী : মাতৃভূমি
পৃষ্ঠাসংখ্যা : ১৪৩
মূল্য : ২০০ টাকা