Skip to main content

বুক রিভিউ "শরবতে বাজিমাত": চেখে দেখতে পারেন

কথায় বলে, "বাণিজ্যে বসতে লক্ষ্মী"। ব্যবসার প্রতি বরাবরই আমার ব্যাপক আগ্রহ। স্কুলে জে.এস.সির বৃত্তির টাকা তোলার সময় যখন দশ টাকার রেভিনিউ স্ট্যাম্পের জন্য ছেলেদের মধ্যে হাহাকার চলছিলো, কেউ কেউ পনেরো টাকা দিয়ে হলেও স্ট্যাম্প নিতে চাচ্ছিলো তখন আমার মনে হতাশার কালো মেঘ জমেছিলো। তখন নিজেকে ধিক্কার দিতে দিতে মনে হচ্ছিল কেন যে একটার বদলে দশটা স্ট্যাম্প সাথে নিয়ে আসি নি। আনলে সেদিন (অনৈতিক) ব্যবসা করে বসতাম হয়তো। কিংবা এস.এস.সির পরে যখন অন্যরা ঘুরছিলো, উচ্চমাধ্যমিকের পড়ালেখা এগিয়ে নিচ্ছিলো, প্রেম করছিলো তখন আমি ঘরে বসে গুগলের "ফান্ডামেন্টালস অভ ডিজিটাল মার্কেটিং" কোর্সটি করছিলাম। কাজেই বোঝাই যায় ব্যবসার প্রতি আমার আগ্রহ কেমন!



যাই হোক নিজের গুণকীর্তন অনেক করলাম। এবার লাইনে এসে পড়ি। "শরবতে বাজিমাত" মুনির হাসান রচিত একটি বাংলা নন-ফিকশন বই যা কিনা "A Book About Innocent : Our Story and Some Things We've Learned" নামক বই থেকে ইন্সপায়ার্ড। কোরা বাংলায় প্রথম যখন বইটির নাম দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম এটি বোধহয় শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর লেখা কোনো উপন্যাস বা সাহিত্যকর্ম হবে হয়তো। হয়তো এমন কোনো শরবতের গল্প যা মানুষকে বিমোহিত করে তোলে, বাজিমাত করে ফেলে। সে যাক গে। বইটির বিষয়বস্তু আসলে শরবত নিয়ে নয়, বরং বিট্রেনের তিন বন্ধুর স্মুদির ( Smoothie) কোম্পানি খুলে প্রশান্ত মহাসাগরের বুকে ব্যক্তিগত দ্বীপের মালিক হওয়া নিয়ে। বিট্রেনের তিন বন্ধু রিচার্ড রীড, এডাম বেলন আর জন রাইট মিলে ইনোসেন্ট (Innocent) নামক স্মুদির কোম্পানিটি চালু করেছিলেন। আজ ইউরোপের তেরোটি দেশে ইনোসেন্ট বিক্রি হয়৷    



বইটিতে মোট বারোটি অধ্যায় রয়েছে। এসব অধ্যায়ের মধ্যেই নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রাথমিক পাঠ রয়েছে। কাজে নেমে পড়া, আইডিয়া, ফান্ড যোগাড়, মার্কেটিং, ব্যবসায়িক ভ্যালুজ, সামাজিক দায়িত্ববোধ - এসব বিষয় নিয়ে বইটিতে আলোচনা আছে। ম্যাথ ক্লাসে দীপক স্যার কখনো কখনো উদাস হয়ে গিয়ে বলেন যে, "এই যে এতো পড়ালেখা করছো তোমরা, সবই তো মানুষকে নিয়ে কাজ করার জন্য"। এই বইটিতেও একটি অধ্যায় আছে যার নাম "মানুষই আসল"। প্রতিটি অধ্যায়ের শেষে পুরো অধ্যায়ের শিখনফলের সারাংশ আছে যা অত্যন্ত ভালো একটি দিক। অধ্যায়গুলোতে ইনোসেন্টের উদাহরণ দিয়ে নতুন উদ্যোক্তাদের কী করণীয় তা বোঝানো হয়েছে। ব্যবসার ভ্যালুজ নির্ধারণে "পাঁচ এর নিয়ম" জানতে পেরে ভালো লেগেছে। বইটি ইংরেজি বই থেকে অনুপ্রাণিত হলেও পুরোটি অনুবাদ নয়, আর মুনির হাসানের লেখনীও ভালো। তাই বইটি মোটিভেশনাল বইয়ের বাংলা অনুবাদের মতো খটমটে ভাষার নয়। বরং বইটি যথেষ্ট সুখপাঠ্য। 

বইটির কলেবর খুব বড় নয়। এক ঘণ্টার মধ্যেই পড়ে শেষ করা যায়। বইটির পাতাগুলোর মার্জিন আর অধ্যায়ের শেষে যত ফাঁকা জায়গা আছে তাতে এরকম আরেকটি বই লিখে ফেলা যায় বলে আমার দৃঢ় বিশ্বাস (আদর্শ প্রকাশনীর বই বলে কথা!)।বইটির দাম আমার কাছে অদ্ভুত রকমের বেশি মনে হয়েছে। মোটামুটি পুরো বইটিতেই মনে হয়েছে যে, এ জায়গাটিতে আরেকটু বেশি ব্যাখ্যা থাকলে বিষয়টি বুঝতে সুবিধা হতো। মুনির হাসান বুয়েট থেকে পড়ালেখা করে ব্যবসার উপর তিন-তিনটে বই লিখে ফেলেছেন, ব্যাপারটি সত্যিই অদ্ভুত। 

সব মিলিয়ে বইটি আমার ভালো লেগেছে। কোয়ারেন্টিনের এই সময়ে ঘরে বসে "শরবতে বাজিমাত" এর আস্বাদ নিতেই পারেন :)

এক নজরে "শরবতে বাজিমাত" :
লেখক :মুনির হাসান
প্রকাশনী :আদর্শ
পৃষ্ঠাসংখ্যা :৮০
মূল্য :২০০ টাকা 

Subscribe to my blog

* indicates required

Popular posts from this blog

Book Review "Mindf*ck": Does what the title says

Mindf*ck: Inside Cambridge Analytica’s Plot to Break the World  is a memoir written by Christopher Wylie, a Canadian whistleblower who formerly worked as a data consultant at Cambridge Analytica(CA) and its parent company Strategic Communication Laboratories(SCL). The book is pretty much about Cambridge Analytica's efforts to create psychological weapons and their effect on Brexit and Donald Trump's presidential campaign . Cover of Mindf*ck The book starts with Wylie's hearing at Capitol Hill, Washington DC about potential Russian involvement and data breach to influence the American voters. After this part, Wylie tells about his childhood in Canada, how his fondness for computers grew, how he joined the Liberal Party in Canada. Then he describes his career in England. Prior to joining SCL, he worked for the Liberal Democrats in London. After that starts the most interesting part, his involvement in SCL. SCL mainly worked for military and intelligence contracts. Wylie worke...

Book Review "The Emperor's Handbook": An introductory book on Stoic Philosophy

The Emperor's Handbook is a translation of the works of Marcus Aurelius, the famous Roman emperor. The contents of this book are the personal writings of Marcus Aurelius on how to lead his life according to stoic philosophy.  Written from 161 to 180 AD, The Emperor's Handbook (also named as Mediations in other translations) is a compilation of Aurelius's personal notes to himself and his views on stoic philosophy. These writings were like a manual to lead a good life and guideline for self-improvement to himself. There are 12 books in this set of writings. The books do not follow any chronological sequence. In fact, the contents of this book were never meant for publication. They were written by the emperor to remind himself about how to lead his life.  Cover of The Emperor's Handbook The original text was written in Greek. This translation of Marcus Aurelius's writings is easy to read. I tried to read a few other translations but failed to grasp the inner meanin...

বুক রিভিউ "নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ছোটগল্প"

সাহিত্যের এক অদ্ভুত ধারা ছোটগল্প! ছোটগল্প কাকে বলে তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। আমার কাছে ছোটগল্প অনেক ভালো লাগার একটা বিষয়। কারণ ছোটগল্প মোটামুটি অল্প সময়ের মধ্যে পড়া যায় আর পড়া শেষে মনের মধ্যে একটা চিন্তার বীজ বপন করে করে দিয়ে যায় (যদি গল্পের বিষয় সেরকম হয় আর গল্পটা হৃদয়স্পর্শী হয়)। সেজন্যই সময় পেলে বিভিন্ন লেখকের এর ছোটগল্প পড়ার একটা (দুর্বল) প্রচেষ্টা নিজের মধ্যে রয়েছে। বাংলা ছোটগল্পের জনক হিসেবে রবীন্দ্রনাথকে বিবেচনা করা হয়। এটাও বলা হয় যে, তিনি বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ লেখক। তবে আমার মনে হয়, ছোটগল্প লেখায় বনফুলকে অন্য কোনো লেখক ছাড়িয়ে যেতে পারেন নি (রবীন্দ্রনাথের ছোটগল্প খুব একটা বেশি পড়ি নি, এটা আমার কূপমন্ডুকতা)। ক্লাস ফোরে থাকাকালে (দাদার কল্যাণে) " বনফুলের শ্রেষ্ঠ গল্প " নামে একটা ছোটগল্পের সংকলন হাতে পেয়েছিলাম। সেই বইটির বিভিন্ন গল্প আমি বারবার পড়তাম। প্রথমদিকে গল্পগুলোর অন্তর্নিহিত অর্থগুলো আমি উপলব্ধি করতে পারি নি। পরে বয়স বাড়ার সাথে সাথে গল্পগুলো কেমন যেন বাস্তব জীবনের সাথে প্রাসঙ্গিক, সম্পর্কযুক্ত হয়ে উঠতে থাকে। তাই এর পর থেকেই আমার মধ্যে ছো...